fbpx

আইনবিজ্ঞান (টেস্ট পোষ্ট)

আইনবিজ্ঞান শব্দটি মূলত ইংরেজি ‘Jurisprudence’ শব্দের বাংলা প্রতিশব্দ। ‘Jurisprudence’ শব্দটির উৎপত্তি Latin শব্দ jurisprudentia থেকে। jurisprudentia শব্দটি এসেছে ‍দুইটি প্রাচীন ল্যাটিন শব্দ juris এবং prudentia থেকে। juris শব্দটির অর্থ হচ্ছে law বা আইন এবং prudentia অর্থ Knowledge বা skill। অর্থাৎ, জ্ঞান বা দক্ষতা। তাহলে jurisprudence শব্দটির অর্থ দাঁড়ায়, আইনের জ্ঞান বা আইনের দক্ষতা।

সুতরাং, উৎপত্তিগত অর্থে “আইনবিজ্ঞান বলতে সেই শাস্ত্রকে বুঝায়, যা পাঠ করলে আইন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করা যায়।”

3 thoughts on “আইনবিজ্ঞান (টেস্ট পোষ্ট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from আইনের উন্মুক্ত পাঠশালা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading