fbpx

আমাদের সম্পর্কে

আইন উন্মুক্ত এবং ধরেই নেয়া হয় যে দেশের প্রতিটি নাগরিকই প্রচলিত আইন সম্পর্কে সম্যক অবগত। তাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উন্মুক্তভাবে আইনের শিক্ষার প্রসার যাতে আইনজীবী ও আইন শিক্ষার্থীগণের পাশাপাশি দেশের প্রত্যেক নাগরিক সহজেই আইনের পাঠ গ্রহণ করে নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

আইনের উন্মুক্ত পাঠশালা মূলত আইনের জ্ঞান অর্জনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যার অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন দেশের আইনের পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের আইন শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখা।

শুরুতে এই প্ল্যাটফর্মটি গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং অ্যাডভোকেটশীপ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক টুলকিট সরবরাহ করা। তবে পরবর্তীতে আইনের পরিধি ও প্রয়োগের বিবেচনায় আমরা এটিকে এলএলবি ও এলএলএম শিক্ষার্থীসহ সকল স্তরের নাগরিকদের জন্য আইনের জ্ঞান অর্জনে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করি।